“
বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প বলেই তা ভালো, নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি।
”
”
Rabindranath Tagore (Sesher Kobita, the Last Poem)
“
পৃথিবীতে হয়তো দেখবার যোগ্য লোক পাওয়া যায়, তাকে দেখবার যোগ্য জায়গাটি পাওয়া যায় না।
”
”
Rabindranath Tagore (Sesher Kobita, the Last Poem)
“
শিকল নেই যার সে বাঁধে আফিম খাইয়ে, অর্থাৎ মায়া দিয়ে শিকলওয়ালা বাঁধে বটে, কিন্তু ভোলায় না; আফিমওয়ালী বাঁধেও বটে, ভোলায়ও।
”
”
Rabindranath Tagore (Sesher Kobita, the Last Poem)
“
সহজকে সহজ রাখতে হলে শক্ত হতে হয়। ছন্দকে সহজ করতে চাও তো যতিকে ঠিক জায়গায় কষে আঁটতে হবে। লোভ বেশি, তাই জীবনের কাব্যে কোথাও যতি দিতে মন সরে না, ছন্দ ভেঙে গিয়ে জীবনটা হয় গীতহীন বন্ধন।
”
”
Rabindranath Tagore (Sesher Kobita, the Last Poem)
“
পূজা জিনিসটাকে একঘেয়ে করে তোলার মতো অপবিত্র অধার্মিকতা আর কিছু হতে পারে না।
”
”
Rabindranath Tagore (Sesher Kobita, the Last Poem)
“
কমল-হীরের পাথরটাকে বলে বিদ্যে, আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে, তাকে বলে কালচার । পাথরের ভার আছে, আলোর আছে দীপ্তি
”
”
Rabindranath Tagore (Sesher Kobita, the Last Poem)
“
সে ছিল ইংরেজি সাহিত্যে রােমহর্ষক এম. এ. ; তাকে পড়তে হয়েছে বিস্তর, বুঝতে হয়েছে অল্প।
”
”
Rabindranath Tagore (Sesher Kobita, the Last Poem)
“
অমিত বলে, ফ্যাশানটা হল মুখোশ, স্টাইলটা হল মুখশ্রী।
”
”
Rabindranath Tagore (Sesher Kobita, the Last Poem)
“
যে রত্নকে সস্তায় পাওয়া গেল তারও আসল মূল্য যে বোঝে সেই জানব জহুরি।”
“মাসিমা, কথাটাকে বড়ো বেশি সূক্ষ্ম করে তুলছেন। মনে হচ্ছে, যেন একটা ছোটো গল্পের সাইকোলজিতে শান লাগিয়েছেন। কিন্তু কথাটা আসলে যথেষ্ট মোটা– জাগতিক নিয়মে এক ভদ্রলোক এক ভদ্ররমণীকে বিয়ে করবার জন্যে খেপেছে। দোষে গুণে ছেলেটি চলনসই, মেয়েটির কথা বলা বাহুল্য। এমন অবস্থায় সাধারণ মাসিমার দল স্বভাবের নিয়মেই খুশি হয়ে তখনই ঢেঁকিতে আনন্দনাড়ু কুটতে শুরু করেন।”
“ভয় নেই বাবা, ঢেঁকিতে পা পড়েছে। ধরেই নাও, লাবণ্যকে তুমি পেয়েইছ। তার পরেও, হাতে পেয়েও যদি তোমার পাবার ইচ্ছে প্রবল থেকেই যায় তবেই বুঝব, লাবণ্যর মতো মেয়েকে বিয়ে করবার তুমি যোগ্য।
”
”
Rabindranath Tagore (Sesher Kobita, the Last Poem)
“
Nic, co se týká člověka, není jasné. Slovo, které má ve slovníku jediný význam, dostává v lidském životě významů sedm - jako když se Ganga rozdělí, než se vleje do moře.
”
”
Rabindranath Tagore (Sesher Kobita, the Last Poem)